বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনও ধরা পড়েনি’ বাংলাদেশ পুলিশের সংস্কারে সহযোগিতা করবে ইতালি জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত জাতিসংঘের মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ ইসরায়েলের ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তেলের দাম এক লাফে বাড়ল ৪ শতাংশ ঘনঘন বিদেশ সফর: পাউবো’র শ্যামল কী ‘র’ এর এজেন্ট! মুখোমুখি লড়াইয়ে পিছু হঠতে বাধ্য হয়েছে ইসরায়েলি বাহিনী: হিজবুল্লাহ নজরুল ইসলাম মজুমদার সাত দিনের রিমান্ডে পোশাককর্মী রুবেল হত্যা: সালাম মুর্শেদী দুইদিনের রিমান্ডে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর বা তারও কম চান ৫৩ শতাংশ ভোটার হাসপাতা‌লে ভ‌র্তি বি. চৌধুরী বাংলাদেশে কারখানা তৈরি করে মাছ রপ্তানি করতে চায় চীন নড়াইলের ৩০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন সেতু ভেঙে নদীতে ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেবকের পরিচয় দেবে জামায়াত’ গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আবদুস সোবহান গোলাপ-এস কে সুরসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শেয়ার কারসাজির ‘মাস্টার’ হিরুর পরিবারের ব্যাংক হিসাব তলব চাঁদপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ: একজন গুলিবিদ্ধ

সামারাবিক্রমাকে ফেরালেন সাকিব, অদ্ভুতভাবে আউট ম্যাথুজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

সাদিরা সামারাবিক্রমাকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব। চারিথ আসালঙ্কাকে নিয়ে চতুর্থ উইকেটে ৬৩ রান যোগ করেন তিনি। ২৫তম ওভারের দ্বিতীয় বলে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪২ বলে ৪ চারে ৪১ রান করে যান তিনি।

সামাবিক্রমরা ফেরার পর পরই একটি বলও মোকাবিলা করার আগে সাজঘরে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হওয়ার দুই মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে মাঠে নেমে খেলার জন্য প্রস্তুত হতে হয়। কিন্তু ম্যাথুজ বেশি সময় নিয়ে নেন। সে কারণে তাকে আউট দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনো ব্যাটসম্যান এমন আউট হলেন।

সামারাবিক্রমা-আসালঙ্কা জুটির ফিফটি:
৭৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কা। এই জুটি ইতোমধ্যে পঞ্চাশোর্ধ্ব রান সংগ্রহ করেছে। ৫৫ বলে তাদের দুজনের সংগ্রহ ৫৩ রান। ২২ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১২৫। সামারাবিক্রমা ৩৩ ও আসালঙ্কা ২৫ রানে ব্যাট করছেন।

শতরান পেরুলো শ্রীলঙ্কা:
১৮ ওভারেই শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ১০০ পেরিয়েছে। মেহেদী হাসান মিরাজের করা ১৮তম ওভারে পর পর দুটি চার মেরে দলীয় সংগ্রহ ৯৬ থেকে ১০৪ এ নিয়ে যান সাদিরা সামারাবিক্রমা। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১০৫। সামাবিক্রমা ও চারিথ আসালঙ্কা ১৯ রান নিয়ে ব্যাট করছেন।

তানজিমের শিকার নিশাঙ্কা
ক্রস সিমের ডেলিভারি। ড্রাইভ করতে গিয়েছিলেন নিশাঙ্কা। তবে ব্যাটে বলে হলো না। স্টাম্পে বল টেনে এনে উইকেট বিলিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ওপেনার। ৩৬ বলে ৪১ রান করে থামলেন তিনি, পরপর ২ ওভারে দুজন থিতু ব্যাটসম্যানের উইকেট নিল বাংলাদেশ। হুট করেই আবার চাপ শ্রীলঙ্কার ওপর। 

মেন্ডিসকে বিদায় করে জুটি ভাঙলেন সাকিব
মেন্ডিস আজ রান করার স্পেস পাচ্ছিলেন না। তানজিমের ওপর চড়াও হয়েছিলেন, খোলস ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেও পরের ওভারে সাকিব আল হাসানকে তুলে মারতে গিয়ে বিপদ ঢেকে আনেন। লং অনে শরীফুলের হাতে ধরা পড়লেন শ্রীলঙ্কা অধিনায়ক।

শ্রীলঙ্কার দারুণ ব্যাটিং, উইকেটের খোঁজে বাংলাদেশ
প্রথম ওভারে উইকেট হারানোর পর দারুণ ব্যাটিং করে চলছে শ্রীলঙ্কা। ভালো বোলিং করেও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।তাতে প্রথম পাওয়ারপ্লেতে ফিফটি পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা।

শ্রীলঙ্কার ভালো শুরু
কুশল পেরেরার উইকেট হারানোর পরও রানের গতি ধরে রেখেছে শ্রীলঙ্কা। দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিস মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশি বোলারদের হতাশা উপহার দিয়ে এ দুজনের ব্যাটে ৮ ওভারেই ৪৩ রান তুলে ফেলেছে লঙ্কানরা। নিশাঙ্কা ২৫ বলে ৩৩ ও মেন্ডিস ১৮ বলে ৪ রান নিয়ে অপরাজিত আছেন।

মুশফিকের দুর্দান্ত ক্যাচ, পেরেরাকে ফেরালেন শরিফুল
অফ স্টাম্পের বেশ বাইরের বল, বেড়িয়ে যাচ্ছিল আরেকটু।খোঁচা দিয়ে বসলেন কুশল পেরেরা। ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠেছিল স্লিপের দিকে। একমাত্র স্লিপে ছিলেন নাজমুল হোসেন। শান্তকে ছাপিয়ে নায়ক হয়ে উঠলেন মুশফিক। বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। আতহার আলী খানের ভাষায়, টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ সেটি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com