রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

সাভারে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: সাভারে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে নেওয়া প্রায় ১০ হাজার পরিবারের গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তপক্ষ।

রোববার দিনব্যাপী সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর বাজার ও দক্ষিণ শ্যামপুর এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ অভিযান চলে।

এসময় আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দিন মঞ্জুর নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সদস্যের একটি দল অংশ নেয়।

এলাকাবাসী জানায়, কয়েকমাস আগে ওই দুই এলাকায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন কিছু প্রভাবশালী ব্যক্তি। সকালে থেকে বিকেল পর্যন্ত ওই দুই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসময় এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মুল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয় তিতাস। এসময় কয়েক হাজার পাইপ উদ্ধার করা হয়। পাইপগুলো ছিলো অত্যন্ত নিম্ন মানের। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়।

এ ঘটনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত জানায় এলাকাবাসী।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে। এছাড়া রাতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে।

এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী হাদী আব্দুর রহিম, সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

বাংলা৭১নিউজ/ডিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com