সাভারের আমিনবাজার এলাকায় ট্রাকচাপায় বেলি আক্তার (২৬) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলি আক্তার রংপুরের পীরগাছা থানার দাদন গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আটক ট্রাকচালক মো. রঞ্জু গাইবান্ধার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ সকালে বেলি আক্তার আশুলিয়ার ভাড়া বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। আমিনবাজার এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের চাকা পিছলে সড়কে ছিটকে পড়ে গেলে পেছনের বালুবোঝাই ট্রাক বেলি আক্তারকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মোটরসাইকেলচালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ