বাংলা৭১নিউজ, সাভার: সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুরে বিএনপিদলীয় চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে আওয়ামী লীগের কর্মীরা হামলা ও তিনটি গাড়ী ভাঙচুর চালায়। এসময় প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে এতে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।
আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সময় চেয়ারম্যান প্রার্থীর মাহমুদুল হাসার আলাল এর গাড়ীটি ক্ষতিগ্রস্ত হয়। চ্যানেলআই এর সাভার প্রতিনিধির গাড়ী ভাংচুর করা হয় এতে তিনি আহত হন।আহতদের স্থানীয় হাসপালে ভর্তি করা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম