সাভারের বলিয়ারপুরে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধনসহ নানা প্রতিবাদের মুখেও মাটি ভরাট করে বামনি খাল দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রভাবশালী হাউজিং কোম্পানি। ফলে কয়েক গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তেতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নের বুক চিরে বামনি খালের অবস্থান। এক সময় এ খাল দিয়ে ছোট-বড় জাহাজ ও নানা প্রকার নৌকা চলাচল করত। বলিয়ারপুর, যাদুরচর, চান্দুলিয়া, হেমায়েতপুর, জয়নাবাড়ী, মধুরচর, মেইটকাসহ বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খাল হচ্ছে এ বামনি খাল। গত প্রায় দুই মাস যাবৎ খালের পানি প্রবাহ বন্ধ করে প্রভাবশালীদের সহযোগিতায় খালটি ভরাট করছে স্থানীয় জমজম হাউজিং কোম্পানি ।
এ বিষয়ে জমজম হাউজিং কোম্পানির মালিক নুর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, এখানে কোনো খাল নেই। সিএস, আরএস, বিআরএস কোনো নকশায় খালের অস্তিত্ব নেই। অপরদিকে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড গঠিত তদন্ত কমিটি ও তাদের সার্ভেয়ার টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত কমিটির সদস্য ইঞ্জিনিয়ার নুরুল আমিন বলেন, বামুনি খালের অবস্থান দৃশ্যমান। বিষয়টি তদন্তনাধীন। তবে মাটি ফেলে খালের পানি প্রবাহ বন্ধ হওয়ার পর এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধনে নেতৃত্ব দেওয়া সরকার তাসেক বলেন, সিএস নকশায় বামুনি খালের অস্তিত্ব বিদ্যমান। পরবর্তী সময়ে নকশা জালিয়াতি করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ভবিষ্যতে জলাবদ্ধতা সৃষ্টি ও এলাকাবাসীর স্বার্থের কথা বিবেচনায় নিয়ে মাটি ভরাট করে খালটি বন্ধ না করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ