বাংলা৭১নিউজ, সাভার :সাভারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহ আলম নয়ন। তিনি পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শুক্রবার গভীর রাতে সাভারের বিরুলিয়ায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নয়নের বিরুদ্ধে হত্যা-সন্ত্রাসসহ ১০টি মামলা রয়েছে।
পুলিশের দাবি, রাতে যুবদল নেতা শাহ আলম নয়নকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটক করেন সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) তন্ময় ও আহসান। পরে ভোররাতে সাভারের বিরুলিয়ার কৃষিবিদ নার্সারির পাশে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় শাহ আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন নয়ন।পরে পুলিশ তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/সিএইস