সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে পিস্তলের ১৭ রাউন্ড গুলি, জাল টাকা ও হেরোইনসহ তিন ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
এর আগে গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে পরিচালিত বিশেষ অভিযানে সাভার পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লার পরিত্যক্ত জায়গা থেকে গুলি উদ্ধার, ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারি এবং বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে ৫৭টি জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বরিশাল জেলার মুলাদী থানার কুতুবপুর গ্রামের মন্টু হাওলাদারের ছেলে আবু সায়েম (৩০), পাবনা জেলার সদর থানার চর আশুতোষপুর গ্রামের কামাল শেখের ছেলে সাইদ শেখ (১৯), ও সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার মফিজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (২৭)।
পুলিশ জানায়, রাতে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পেছনে আঙ্গিনায় পরিত্যক্ত আবর্জনার স্তূপে খোলা অবস্থায় চায়না রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৯ রাউন্ড ও গ্যাস গানের ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদিন রাতে পৌর এলাকার তলাবাগ মহল্লায় পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বিল্লাল নামে এক মাদক ব্যবসায়ীর থেকে ৫.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়াও সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় একটি টিনসেড কক্ষে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে।
এ সময় ৫৭টি জাল নোটসহ আবু সায়েম ও সাইদ শেখ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘পুলিশের পৃথক অভিযানে গুলি, জাল টাকা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়াও হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বাংলা৭১নিউজ/এসএইচ