বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইনামুল হক বিশ^াস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।
রোববার বেলা সাড়ে ১২টায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্ট ও কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ এশা জানাযা নামাজ শেষে শহরের কামালনগর সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস