সাবেক পানি সম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের (সদর উপজেলা) সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডিবির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা গণমাধ্যমকে জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন।
ঠাকুরগাঁও ডিবির ওসি আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের কোনো দল আজকে কাজে যায়নি। এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল গণমাধ্যমকে জানান, ডিবি তাকে নিয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা করেছি। তবে কী কারণে আটক করা হয়েছে তা বলেননি তিনি।
বাংলা৭১নিউজ/এবি