বাংলা৭১নিউজ, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ের ভাড়ারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, সমাজ সেবক ও “করতোয়া”পত্রিকার ধামরাই প্রতিনিধি শাহীন আলমের নানা হাজী মোঃ শামসুল হক গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় ধামরাই পৌর এলাকার লাকুড়িয়া পাড়াস্থ নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইনা রাজিউন।
তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলে,৩ মেয়ে সহ নাতী নাতনী,আত্মীয়-স্বজন,ও বহু শোভাকাঙী রেখে গেছেন।
হাজী মোঃ শামসুল হকের প্রথম জানাযা নামাজ দুপুর একটায় পৌর এলাকার প্রধান ঈদগাহ্ ময়দানে ও দ্বিতীয় জানাযা গ্রামের বাড়ি কাকরান ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয় । জানাজা শেষে কাকরান কবরস্থানে দাফন করা হয়।
হাজী মোঃ শামসুল হক এর মৃত্যুতে স্থানীয় এমপি আলহাজ্ব এম.এ মালেক, সাবেক এমপি আলহাজ্ব জামাল উদ্দিন,সাবেক এমপি আলহাজ্ব বেনজীর আহমদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন, এ্যাডভোকেট আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হোসেনসহ ও ধামরাইয়ে সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস