বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রেজাক খান এবং তার স্ত্রী মমতাজ বেগম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তারা দুজনই রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক এডভোকেট মাসুদ আহমেদ। তিনি বলেন, ওনি এবং ওনার স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার নবম দিন চলছে। ওনারা বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ নম্বর কেবিনে।
আইনাঙ্গনের সকলের শ্রদ্ধাভাজন আব্দুর রেজাক খানের আক্রান্ত হওয়ার খবরে আইনজীবীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অ্যাডভোকেট আব্দুর রেজাক খানের বয়স ৮১ বছরেরও বেশি। তার স্ত্রীয় বয়সও সত্তরোর্ধ।
১৯৬৭ সালের ১৭ এপ্রিল থেকে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তবে ১৯৬৪ সাল থেকে তিনি ঢাকা জজ আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন।
তিনি ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকার দায়রা জজ আদালতের পিপি ছিলেন। তিনি ১৯৯৯ সালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি দেশীয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭২ সালের দালাল আইনে গঠিত ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ছিলেন।
রেজাক খান বঙ্গবন্ধু হত্যা মামলাসহ দেশের গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার আইনজীবী ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী। সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদেরও আইনজীবী ছিলেন আবদুর রেজাক খান।
বাংলা৭১নিউজ/এবি