বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: কোরবানীর ঈদকে সামনে রেখে নিত্য পন্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখা হয়েছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, শুকনা মরিচ সহ নানা নিত্য পন্যই আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে।
ঈদে যেনো নিত্য পন্যের কোন সংকট সৃষ্টি না হয় সেই কারনে ব্যবসায়ীরা ও হিলি কাষ্টমস কর্মকর্তাদের সহযোগীতায় হিলি স্থবন্দর চালু রাখা হয়েছে বলছেন ব্যবসায়ীরা। এছাড়াও ব্যবসায়ীদের আমদানি পন্যের কর প্রদানের জন্য ও সরকারের রাজস্বের স্বার্থে হিলি সোনালী ব্যাংকের শাখা অফিস খোলা রাখা হয়েছে।
এদিকে হিলি স্থলবন্দরের বন্দরের পানামা পোর্ট অভ্যান্তরে নানা পন্যের লোড আনলোডের কার্যক্রম রয়েছে স্বাভাবিক।
বাংলা৭১নিউজ/জেএস