বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। আটককৃতরা হলেন- উপজেলার কোমল দোগাছি গ্রামের আফজাল হোসেনের ছেলে শাকিল হোসেন (২৫)। এবং সান্তাহার সাহেব পাড়ার মানিকের ছেলে লাল বাবু (২৩) ও আজিজার রহমানের ছেলে মোরশেদ (২৯) কে আটক করে।
পুলিশ সূত্রে জানাযায়, সান্তাহার ফাঁড়ির পুলিশ ও আদমদীঘি থানা পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহারের হবির মোড় এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাকিল হোসেন কে এবং সান্তাহার সরকারি কলেজের মূল ফটকের সামনে থেকে ২শ গ্রাম গাঁজাসহ লাল বাবু ও মোরশেদকে আটক করে। এ ব্যাপারে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস