বাংলা৭১নিউজ, মোঃ মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারের আঞ্চলিক বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিন শুক্রবার লাখো মানুষের জুম্মার নামাজ আদয় করেন। শুক্রবার সকাল থেকে ইজতেমা মাঠের আশপাশ এলাকার গ্রাম ও দুর-দুরান্ত থেকে ধর্মপ্রান মানুষ ইজতেমা প্রঙ্গনে আসতে থাকে। বেলা সাড়ে ১০টার মধ্যে শহরের নাটোর বাইপাস সড়কের পার্শ্বে দোগাছি ইজতেমা মাঠের প্যান্ডেল ও আশপাশ এলাকা ভরে যায জুম্মার নামাজ আদায়ের জন্য আসা মানূষে। দুপুর ১টায় নামাজের অযান হয় এবং ১৪৫ মিনিটে খুতবা শেষে নামাজে ইমামতি করেন ঢাকা কাকরাইলের মাওলানা রবিউল হক ।
সাংবাদিক খোরশেদ আলমের ১৬তম মৃত্যু বার্ষিকী
সাংবাদিক খোরশেদ আলম কুয়েতির ১৬তম মৃত্যু। তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শহরের ঢাকা পট্রিব তার বাস ভবন আজ বাদ জহর মিলাদ মাহফির ও দোয়া অনুষ্টিত হবে এবং বিকেল ৩ টায় স্থানীয প্রেসক্লাবে আলোচনাসভাও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টি হবে।
বাংলা৭১নিউজ/জেএস