বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

সানাউল্লাহ সাগরের তিনটি কবিতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১১৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: আগুনের ঘ্রাণ

করুণা নিয়েই তুমি চলে যাবে দূরে
এটাও চুরির মতো একটা প্রবাহ।
ইচ্ছে হলে চলে যেতে পারো আর নুয়ে
আবাদ করতে পারো জীবন। হত্যার
মতো প্রতিহত হয়ে যাও; ঈর্ষা এবং
খবর। তোমার ছিলা স্পর্শ করে করে
দরাজ দরজায় লাল হয়ে ফুটে যাবে
ঘনায়ণ দৃশ্যে, আরো গাঢ় হও তবে।
মিয়ানমার, কী চাও? ক্ষত আর লালে!
আমাদের থিতু গোলা পারাপার রেখে
আবরণহীন হয়ে যাচ্ছে। দেখো ফের;
আকাশ সমান হচ্ছে গদ্য-পর্ণ- বোধ।
এবার থামাও রঙ; তীব্র হয়ে যাচ্ছে
থরথর। দেখো জ্বলে যাচ্ছে দৃঢ় নাফ।

বলাকা

দ্যাখ তো কতোটা নুয়ে পড়ে আছি তোর
ফিরে দেখা পথে। সাথে কিছু নেই আর
অথচ বাবুই বলে চিৎকার করি;
কেঁদে যাই বাবুইয়ে, রঙের খেলায়।
দরজা খোলাই আছে, দেখবি যেদিন
চুরি গেছি ধুলিপথে; নেমে গেছি গালে
কোথায় কাঁদবি আর বুক ফেরি করে,
ভয়ে ভয়ে জ্বলে যাবি কাঁচের ভেলায়।
দেখিস বেহালা জ্বলে গেলে ফিরে যাবো
নাচের বেহাগে আর ঘাসের নিদ্রায়
মেখে দিবো যন্ত্রময়। ডাল থেকে গাছে,
পিছে পিছে পুড়ে গেছি অকাল আভায়।
নুয়ে পড়া ঠোঁটে ঈর্ষা নয় শুধু ভয়
আমার কাফনে শখ; আরো দূরে গেছে!

বৃক্ষরোপণ কর্মসূচি ও রানাঘাট ব্রত

এবার বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে নেমে যাওয়ার পর মনে হলো—আমিও যেন কোথায় রোপিত হয়ে আছি। সেখানে ভয়ের আরম্ভ থেকে সাহসের অন্তর্বাস পর্যন্ত গোলাপ ঘামে। ছায়ার আড়ালে রুইয়ে যাওয়া আমি মাটির দহনে-পীড়নে বাড়তে থাকি। ছড়িয়ে যেতে থাকি ভৃত্য ও মনিবের ছায়াবাজিতে।

দহনের কহনে ফুল ফোটে! আমি আরো বিগলিত হই। ক্রমেই মনে হয়, আমারো ডাল-পালা ছড়াচ্ছে। কথার অকালে তাদের গভীরতা প্রলম্বিত হয় আরো। নাতিশীতোষ্ণ ইচ্ছে নিয়ে আমি গঠিত হতে থাকি সড়কে-বন্দরে। আর ফোঁপানো টিপটিপ রোপিত বৃক্ষের শাখা-প্রশাখায় স্নেহ ছড়াতে থাকে। আমার তৃষ্ণায় সুবহেসাদিক এলে তুমুল রতিক্ষত নিয়ে ব্রতগ্রহণের মুখোমুখি হই। মাটির অভ্যন্তরেই ছড়াতে থাকি।

ফের বর্ষারা হাসে। টিপটিপ রমণীয় হয়। বৃক্ষরোপণ তৃষ্ণা ঘণিভূত হলে বুঝতে পারি তারা আবার—রানাঘাটেই রোপিত হতে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com