রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সাত ম্যাচ পর হারের মুখ দেখলো বার্সেলোনা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

লা লিগার চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখলো বার্সেলোনা। টানা সাত ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেলো হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে দারুণ দাপট দেখিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দারুণ এক জয় পেয়েছে ওসাসুনা। কাতালান ক্লাবটিকে তারা হারিয়েছে ৪-২ গোলে।

ম্যাচের প্রথমার্ধে আন্তে বুদিমির ও ব্রায়ান সারাগোসার গোলে এগিয়ে যায় ওসাসুনা। বিরতির পর ঘুরা দাঁড়ানোর চেষ্টা করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান পাউ ভিক্টর। কিন্তু পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে দুশ্চিন্তায় ফেলে দেন বুদিমির। এরপর আরও একটি গোল করেন আবেল ব্রেতোনেস। লামিনে ইয়ামালের শেষ গোলে সান্ত্বনাই পায় বার্সা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই উজ্জীবিত হয়ে খেলতে থাকে ওসাসুনা। তাতে অষ্টাদশ মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ দিক থেকে সারাগোসার ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার বুদিমির।

গোল পেয়ে বার্সেলোনার ওপর চাপ সৃষ্টি করে ওসাসুনা। তারই ধারায় ২৮তম মিনিটে আরও এগিয়ে যায় তারা। মাঝমাঠে আলগা বল পেয়ে পাস দেন পাবলো ইবানেস। দারুণ ক্ষিপ্রতায় বল ধরে বক্সে ঢুকে গোলটি করেন স্প্যানিশ উইঙ্গার সারাগোসা।

দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করেন ভিক্টর। ৫৪তম মিনিটে ওসাসুনা গোলরক্ষক এররেরা বক্সে বল ধরে একটু এগিয়ে পাস দেন নিজেদের এক খেলোয়াড়কে। কিন্তু সেই পাস পেয়ে যান বার্সেলোনার জেরার্দো মার্টিনো। তার পা হয়ে বল পান ভিক্টর। তার নেওয়া শটে খুব বেশি জোর না থাকলেও সেটা জালে জড়ায়।

৬৬তম মিনিটে সুযোগ পান ফেররান তরেস। তবে ত্রাতা হয়ে আসেন দেন এররেরা। ৭২তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়ান বুদিমির। ৮৫তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন ব্রেতোনেস। ওসাসুনার জয় সেখানেই নিশ্চিত হয়ে যায়।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে চমৎকার গোলে ব্যবধান কমান ইয়ামাল। তার গোল কেবল সান্ত্বনাই দিয়েছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সমান ৫টি করে গোল ও অ্যাসিস্ট হলো ইয়ামালের।

এই হারের পরও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১৫ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে ওসাসুনা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com