বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধের পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ১০টার ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করেছিল কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টরের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ও দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। উভয় ঘাটে আটকে থাকা পাঁচ শতাধিকের বেশি যানবাহনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে রো রো ফেরি কেরামত আলী, আমানত শাহ ও এনায়েতপুরী আলীসহ (বড়)পাঁচটি ফেরি নোঙর করা হয়। সেগুলো এখন তীরের দিকে রওনা হয়েছে।
এই নৌ রুটে মোট ১৬টি ফেরি চলাচল করে। এর মধ্যে তিনটি ফেরি মেরামতের জন্য ডকে থাকায় বর্তমানে ১৩টি ফেরি যান পারাপার করছে।
বাংলা৭১নিউজ/এম