ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ ভর্তি পরীক্ষা হয়েছে; যাতে অংশ নিয়েছে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকার ১৪টি কেন্দ্রে একযোগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির এই পরীক্ষা হয়। এবারে এই ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি।
বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা যাতে স্বচ্ছন্দে সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন সেটি নিশ্চিত করা হয়েছে।“
‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে ভর্তিচ্ছুদের।
ঢাকার ১৪টি কেন্দ্র হল: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয় এবং নীলক্ষেত উচ্চ বিদ্যালয়।
বাংলা৭১নিউজ/এসএইচ