ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারী সীমান্তের বলদঘাটা থেকে প্রায় ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
পাচু সরকার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামের দূর্গাচরণ সরকারের ছেলে।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে লে. কর্ণেল মোহাম্মদ আশরাফুল হক জানান, রোববার দুপুরে বৈকারী বিওপির একটি বিশেষ টিম
সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩৭ এর কাছাকাছি এলাকা থেকে পাচু সরকারকে আটক করে। তার দেহ তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো ১৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২ কেজি ১০০ গ্রাম। যার মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।
বাংলা৭১নিউজ/এবি