বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাত দিনের রিমান্ড আবেদন করে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যােিজ্ষ্ট্রট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। বিচারক বিষয়টি আমলে নিয়ে মান্নানকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহম্মেদ জানান, সোমবার দিবাগত গভীর রাতে খুলনা শহরের একটি বাসা থেকে মান্নানকে গ্রেফতার করা হয়। সে এজাহারভুক্ত মামলার আসামী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জিঙ্গাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্ত্বরে পৌর আ.লীগ স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া, সাবেক এমপি ও জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাবেক এমপি ইঞ্জিনিয়র মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ আ.লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য চলাকালে জেলা যুবলীগের আবহায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মঞ্চে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলায় মঞ্চ ভাংচুরকরাসহ সদর এমপি রবিসহ কয়েকজন নেতাকে লাঞ্চিত করা হয়। এবং জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, সদস্য আজিজুর রহমান বাবলুসহ ৯ জন আহত হন।
এঘটনায় সোমবার দিবাগত রাতে সদর এমপি’র নিকট আত্মীয় জয়নুল আবেদীন জোসি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মান্নানকে ১ নং আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস