বাংলা৭১নিউজ ডেস্ক: সাতক্ষীরা ও মংলায় ৩দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।এ সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের পাঠান রিপোর্টৃ-
বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি জানান, “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী “উন্নয়ন মেলা-২০১৮” এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সেখানে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশের মো: মহিউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুতাক্কাবির আহমেদ, আরডিসি মাফফারা তাসনীন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা তহমিনা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ প্রমুখ।
এবারের এ উন্নয়ন মেলায় সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক-বীমা, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯০টি স্টল অংশগ্রহণ করেছে।
মংলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু
বাংলা৭১নিউজ, মনিরুল ইসলাম দুলু, মংলা প্রতিনিধি জানান, মংলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল এই মেলা উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। এই মেলায় সরকারী দপ্তর গুলোর সেবা কার্যক্রম এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন উপজেলা প্রশাসন। এবারের এই মেলা অতন্ত দৃষ্টি নন্দন ও আকর্ষনীয় ভাবে আয়োজন করা হয়েছে । এই মেলায় ক্লোজ আপ ওয়ান তারকাদের সমন্বয় সাংস্কৃতিক সন্ধ্যা ,যাদু প্রদর্শন,লাঠি খেলা ,স্থানীয় শিল্পিদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান,নৃত্যানুষ্ঠান,পট গান ও জারী গানের ব্যবস্থা থাকায় ব্যাপক লোক সমাগম হয় ।
বৃহস্পতিবার মেলার প্রথম দিন সকাল ১০টায় একটি বর্নাঢ্য র্যালী বের করা হয় । পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন , সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সাধারন মোঃ ইব্রাহিম হোসেন ,সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ খায়রূল আলম, মংলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস