সাতক্ষীরার কালিগঞ্জে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে মাহাফিজুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে। আটককৃত মাহাফিজুল ইসলাম উপজেলার কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, নির্মাণ শ্রমিক মাহাফিজুলের খালার বাড়ি কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে। মাহাফিজুল মাঝে মাঝে খালার বাড়ি বেড়াতে যাওয়ার সুবাদে ওই স্কুল ছাত্রীর ওপর কু-নজর পড়ে। সোমবার সকালে মাহাফিজুল খালার বাড়ির পাশে একটি বাগানে ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে । এ সময় ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা সোমবার রাতেই কালিগঞ্জ থানায় মাহাফিজুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে পুলিশ দেবহাটা উপজেলার কুলিয়া দুর্গাপুর এলাকা থেকে ধর্ষক মাহাফিজুলকে আটক করে।
তিনি আরও জানান, ধর্ষিতা স্কুল ছাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানোর জন্য ভর্তি করা হয়েছে। একই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দী রেকর্ড করার প্রক্রিয়া চলছে এবং আসামী মাহাফিজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এএম