বাংলা৭১নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সার্কাসের গ্যালারি ভেঙে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার সুন্দরবন সিনেমা হলের পেছনে নিউ সবুজ বাংলা সার্কাসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সার্কাসের দ্বিতীয় ‘শো’ শুরু হয়। সার্কাস শুরু হওয়ার কয়েক মিনিট পর পূর্ব পাশের গ্যালারি ভেঙে পড়ে।
এতে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের আছারের ছেলে শিমুল (১৮), একই গ্রামের মানিকের মেয়ে খুকুমনি (১৪), লামিসা (৯), কাজল বৈদ্যের ছেলে সুজয় (১৮), আইয়ুব আলীর স্ত্রী মুর্শিদা (৩০), গোলাম মোস্তফার মেয়ে মিম (১০), নকিপুর গ্রামের আলী বক্সের স্ত্রী শাহানারা (৩০), দেওল গ্রামের আনন্দ দাসের স্ত্রী সাগরিকা (৩৯), তার ছেলে কৃষ্ণ (২৫), ঈশ্বরীপুর গ্রামের সিদ্দিকের ছেলে জাহাঙ্গীর (৩০), আনন্দ দাস (৩৯), লক্ষ্মী রানী (৪০), লামিসা (৯) ও মুর্শিদাসহ (৩০) ২৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এম