বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বোরো ধানের চাল সংগ্রহ ২০১৮ এর উদ্বোধন করেছেঁন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা খাদ্য গুদাম অফিস চত্ত্বরে বরো চাল সংগ্রহ উদ্বোধনী সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা খাতুন, জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, জেলা মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেকসহ মিল মালিক সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা খাদ্য গুদাম পরিদর্শক মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, এবার সাতক্ষীরা জেলা থেকে চার হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস