সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে। ভারতে পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পাচারকারিরা আটটি সোনার বার ফেলে পালিয়ে গেছে। ১ কেজি ৮ গ্রাম ওজনের এ সোনার বার উদ্ধার করেছে বিজিবি, তবে কাউকে আটক করতে পারেনি।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১ মার্চ) রাতে সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার এই চালানটি কলারোয়ার দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছিলো। মাদরা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিদের ফেলে যাওয়া এই আটটি সোনার বারের মূল্য ৮০ লাখ ৬৪ হাজার টাকা।
বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।
এর আগেও রোববার (২৬ ফেব্রুয়ারি) ভারতে পাচারকালে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আটটি সোনার বারসহ মো. আমির হোসেন (৪৫) নামের এক চোরাচালানিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ছাড়া বৈকারী সীমান্তে প্রায় ২ কেজি রূপার গহনা জব্দ করা হয়েছে। তবে কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ