বাংলা৭১নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে বাসচাকায় মা-মেয়ে নিহত হয়েছেন।আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী সাহিদা খাতুন (৪৫) ও তার মেয়ে সালমা খাতুন (১৭)। আহতরা হলেন-রনি ইসলাম, আমেনা খাতুন ও ফাতেমা খাতুন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ রাইজিংবিডিকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এ কে ট্রাভেলসের বাসটি একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। আহত হন তিনজন। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/সি