বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজ কোর্টের সামনে এ দূঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম শহরের কাটিয়া এলাকার রওশন আলির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম মোটরসাইকেলযোগে জজকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জনান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
বাংলা৭১নিউজ/জেএস