বাংলা৭১নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক উল্টে পুকুরের পানিতে পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে তালা উপজেলার জেঠুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক রওশন আলী (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ট্রাকটি একটি খননযন্ত্র (এক্সকাভেটর) নিয়ে তালা থেকে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। উপজেলার জেঠুয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকটি সরিয়ে দুটি লাশ উদ্ধার করে। এ সময় ট্রাকে থাকা তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এম