বাংলা৭১নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শনিবার গভীররাতে সাতক্ষীরা শহর থেকে তাকে আটক করা হয়। মনিরুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘গত শুক্রবার ওই ইউনিয়নের এক তরুণ-তরুণীকে আটক করে এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করেন। পরে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বিচারের নামে গ্রাম পুলিশ দিয়ে ওই তরুণ-তরুণীকে বেঁধে সোনাবাড়িয়া বাজারে ঘোরায়। এতে অপমান সহ্য করতে না পেরে তরুণীটি আত্মহত্যা করেন। এ ঘটনায় শনিবার ওই তরুণীর ভাই ইব্রাহিম হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি এজাহার দাখিল করেন। এরপর রাতে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস