বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আবারো এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে উপজেলার জাতপুর গ্রামের আব্দুল ওহাব আলী বিশ্বাসের বাঁশ বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। চলতি মাসে এ নিয়ে তালায় দুটি নবজাতকের লাশ উদ্ধার হলো।
স্থাণীয়দের বরাত দিয়ে জাতপুর পুলিশ ক্যাম্পের এক সদস্য জানান, সকালে বাঁশ বাগানে একটি নবজাতক ছেলে শিশুর লাশ দেখতে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। তিনি জানান, রাতের কোন একসময় নবজাতক শিশুটিকে কে বা কারা ফেলে যায় ওই বাঁশ বাগানে। শিশুটির অভিভাবককে খুঁজে বের করার চেস্টা চলছে।
এদিকে, চলতি মাসের প্রথম দিকে জাতপুরের পাশের গ্রাম জেয়ালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছিলো। এরপর আজ আবারো এক নবজাতকের লাশ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস