চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট বাজার এলাকায় নিউমার্কেট নামে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সিএম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ৯টা ৩৫ মিনিটে কেরানিহাট বাজারের নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রেরণ করা হয়। কিছুক্ষণ পর আবার ৯টা ৪৫ মিনিটের দিকে আরও একটি গাড়ি প্রেরণ করা হয়। দুটি গাড়ি মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।’
বাংলা৭১নিউজ/জিকে