বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের ক্যাডার, ২১ মামলার আসামি আবুল বশর ওরফে ভদাইয়া (৪০) নিহত হয়েছেন।
আজ সকালে উপজেলার ছনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আবুল বশরকে গ্রেপ্তার করতে সকালে ছনখোলা গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল বশর ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিতে আবুল বশর নিহত হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম