বাংলা৭১নিউজ,(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে খুরশিদা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি বান্দরবান সদরের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোর ৬টার দিকে ওই গৃহবধূ সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন।
বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা সকাল ৮টা থেকে খুরশিদা বেগমকে উদ্ধারে সাঙ্গু নদীতে অভিযান শুরু করেছি এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি। তাকে খোঁজার জন্য এরই মধ্যে চট্টগ্রাম থেকে ডুবুরির একটি বিশেষ দল বান্দরবান এসেছে।
বাংলা৭১নিউজ/এইচএস