বাংলা৭১নিউজ,সংসদ প্রতিবেদক: সাংবাদিক দম্পত্তি মাহির সারোয়ার সাগর ও মেহেরুন রুনি হত্যাকান্ডের তদন্ত কাজ শেষ না হওয়ায় সংসদীয় কমিটিতে ক্ষোভ প্রকাশ করেছে। কমিটি জানিয়েছে, হত্যাকান্ডের ৫ বছর অতিবাহিত হলেও এখনও তার তদন্ত কাজ শেষ হয়নি।
প্রতি বছর ১১ ফেব্রুয়ারি আসলে এই নিয়ে আলোচনা হয়, সমাবেশ হয়।এ নিয়ে কমিটিতে খোদ সভাপতি টিপু মুন্সি মন্ত্রণালয়কে বলেন, সাগর-রুনি
হত্যাকান্ড দিবস আসলেই শুধু আলোচনা হয়, আর এই তদন্ত শেষ হয় না। এটি আর কতদিন চলতে পারে। তাই দ্রুত তদন্ত কাজ শেষ করার জন্য মন্ত্রণালয়কে বলেন সভাপতি।
বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম বলেন,আমরা বলেছি যতদ্রুত সম্ভব এর তদন্ত কাজ শেষ করে প্রকাশ করা হোক। আরেক সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন
বলেন,কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোন সুরাহা এখনও হয়নি। এজন্য কমিটির পক্ষ থেকে মামলাটির দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক মাহির সারোয়ার সাগর ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল- ২০১৭ নিয়ে আলোচনা হয়।
কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন স্বরাষ্ট্র মন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।সংসদের কমিটি কক্ষে টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশ নেন। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ভারপ্রাপ্ত আইজি সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এএইচ