বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো: কক্সবাজার সদরের পোকখালী ও চৌফলদন্ডীর মধ্যবর্তী এলাকার বাইন্যাজুরা এলাকার পশ্চিমে মহেশখালী চ্যানেলের সাগরে শখের বসে মাছ শিকার করতে গিয়ে কাল বৈশাখীর কবলে পড়ে নৌকা ডুবে ২ মাদ্রাসা ছাত্র ২০ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে। সন্ধান ও উদ্ধার অভিযানে সাগরে নেমেছে তাদের স্বজন ও এলাকাবাসী।
নিখোঁজরা হল জালালাবাদ বাহারছড়া এলাকার আবুল হাইয়ের ছেলে শফিউল্লাহ(১৬) বর্তমান ঠিকানা ডুলহাজারা উলু বনিয়া ও পোকখালী ইউনিয়নের দঃ নাইক্যংডিয়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র লোকমান হাকিম (১৬)। তারা দুইজনেই নাইক্যংডিয়া এসটি দাখিল মাদ্রাসার ছাত্র। ৩০ এপ্রিল বিকাল ৪ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মহেশখালী চ্যানেলের সাগরে।
বাংলা৭১নিউজ/জেএস