মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছে চিত্রনায়িকা পরীমনি।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পরীমনি আদালতে হাজির হন।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। কিছুক্ষণের মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এরআগে পরীমনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে তা শেষ হয়নি।
মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।
২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।
মামলা তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।
বাংলা৭১নিউজ/এসএইচ