বাংলা৭১নিউজ,ঢাকা: ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড করে অভিনব এক স্যালুট দেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তাকে বোল্ড আউট করেই এক স্যালুট জানান সাকিব।
এ সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়ামের দর্শক। পরে বল করার সময় দর্শকরাও সাকিবকে স্যালুট করে। ফেসবুকেও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এই স্যালুট।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ রকম ঘটনা এই প্রথম। এরআগে এমন কাণ্ড ঘটিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন ব্রাভো। সম্প্রতি অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররাও স্যালুটের এই ধারা চালু করেছেন।
কি কারণে সাকিব এমন স্যালুট দিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে পরে তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির এ স্যালুটের রহস্য ফাঁস করে দিয়েছেন।
নিজের ফেসবুকে শিশির লিখেছেন, ‘হ্যাঁ, ঘরে এভাবেই সে (সাকিব) আমাকে স্যালুট দেয়।’
উল্লেখ্য, স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৮ রানের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এম