বাংলা৭১নিউজ,মাগুরা : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কক্সবাজারের হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ায় মিলাদ মাহফিলেরর আয়োজন করেছে তার পরিবার।
আজ দুপুরে মাগুরা শহরের কেশব মোড়ে সাকিবের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং একটি গরু জবাই করে বিভিন্ন এতিমখানা থেকে আসা শিশুদের খাওয়ানো হয়।
শুক্রবার কক্সবাজারে হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য সাকিব রক্ষা পাওয়ায় এ আয়োজন করা হয় বলে জানান তার বাবা।
এ উপলক্ষে দুপুরে তিনি বাড়িতে মিলাদ মাহফিল ও এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।
তিনি সাকিবের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
বাংলা৭১নিউজ/সিএইস