কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৮ বলে ২৫ রান এবং বল হাতে নিকোলাস কির্তনের মহামূল্যবান উইকেট নিয়ে বাংলা টাইগার্স মিসিসাগাকে জয় এনে দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। টুর্নামেন্টে এটি তার দলের দ্বিতীয় জয়।
এবার বলের সঙ্গে ব্যাটিংয়েও দারুণ পারফর্ম করলেন সাকিব। ঝোড়ো ব্যাটিং করে নিয়েছেন ১৮ বলে ২৫ রান। বল হাতে ছিল ১ উইকেট।
ব্রাম্পটনে গতকাল মঙ্গলবার টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ২ রানের জয় পায় বাংলা টাইগার্স। এই জয়ে সাকিবের অবদান সবচেয়ে বেশি। কারণ, ১৯তম ওভারে সাকিব যদি সেট ব্যাটার নিকোলাস কির্টনকে না ফেরাতেন, তাহলে হয়তো হারতে হতো বাংলা টাইগার্সকে।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (২৬ বলে ২৪) ও মোহাম্মদ ওয়াসিম (১৮ বলে ২৭)। ভালো ব্যাটিং করেন হজরত উল্লাজ জাজাইও (১০ বলে ১৯।
পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সাকিব ছিলেন মারমুখি। ২৪ রানের ইনিংসে ৩টি ছক্কাই হাঁকান তিনি। শেষ দিকে ১৭ বলে ৩৮ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড ওয়াইজি। এতে বাংলা টাইগার্সের পুঁজি দাঁড়ায় ৭ উইকেটে ১৬৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের বুকে একাই কাঁপন ধরিয়ে দেন কির্টন। ৫৪ বলে ৭৪ রান করেন তিনি। তাকে আউট করে স্বস্তি এনে দেন সাকিব। শেষদিকে রোমারিও শেফার্ড ১২ বলে ২৪ রান করলেও জয় পায়নি টরন্টো।
বাংলা৭১নিউজ/এসএম