শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

সাকিবের অন্য রকম আইপিএল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: রাতটা ক্লান্তিতে কেটেছে। খেলা শেষে রাত তিনটায় পুনে থেকে ফ্লাইট ছিল। ভোরে কলকাতায় পৌঁছে দলের সবাই রীতিমতো বিধ্বস্ত। হোটেলে গিয়ে লম্বা ঘুম দিলেন সাকিব আল হাসান।

বিকেলের দিকে যখন মুঠোফোনে পাওয়া গেল, সাকিব বেশ ঝরঝরে। রুমে শুয়ে কী একটা মুভি দেখছিলেন। নায়ক-নায়িকার মিল হচ্ছিল…সেটা জানাতে জানাতেই সাকিবের কণ্ঠে কপট বিরক্তি, ‘ভাই, দারুণ একটা সিনেমা! নায়ক-নায়িকার মিল হবে এখন। পরে কথা বলি…।’

কথা তারপরও এগোয়। নির্দিষ্ট কোনো পথে নয়। কখনো চ্যাম্পিয়নস ট্রফি, কখনো টি-টোয়েন্টির অধিনায়কত্ব, কখনো-বা আইপিএল প্রসঙ্গ। না, সাকিব কোনোটা নিয়েই খুব বেশিক্ষণ কথা চালালেন না। কলকাতায় চলে আসাতেই কিনা অলস বিকেলে দেশের গন্ধ পাচ্ছিলেন। হঠাৎ তাঁর আগ্রহ জাগল দেশের ঝড়-বৃষ্টি নিয়ে, ‘দেশের আবহাওয়া কেমন, বলেন? বৃষ্টি কেমন হচ্ছে…?’ মুঠোফোনের এ প্রান্ত থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে গেল কলকাতার পাঁচ তারকা হোটেলে। সাকিবের কৌতূহলও ঘুরে গেল, ‘অনেক গাড়ির শব্দ পাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম নাকি! জ্যাম কমছে না বাড়ছে..?’

অখণ্ড অবসর মানুষকে হাতছানি দিতে পারে কল্পনার জগৎ, চোখের আড়ালে থাকা ভুবন। এই সুযোগে তাঁর কাছ থেকে কিছু জেনে নেওয়া যেতে পারে! চ্যাম্পিয়নস ট্রফি এখনো অনেক দূরে। কঠিন তিন প্রতিপক্ষের গ্রুপে পড়াটা সাকিব কীভাবে দেখছেন? সাকিব টার্ন করে বেরিয়ে যান, ‘চ্যাম্পিয়নস ট্রফি যখন আসবে, তখন। ওটা শুরু হতে এক মাসের বেশি বাকি। এখন এসব জেনে কী করবেন!’

ঠিক আছে। তাহলে সাম্প্রতিক বিষয়াবলি নিয়েই কথা হোক। সাকিব যেমন বৃষ্টি, যানজটের খোঁজখবর নিলেন, এ প্রান্ত থেকেও জানতে চাওয়া হলো, তাঁর জীবনে সর্বসম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন। সেটা নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন। হ্যাঁ, সাকিব বলেছেন। কিন্তু যা বলেছেন, সেটার মর্মোদ্ধার এবং তার বর্ণনা এই ছোট্ট প্রতিবেদন দিতে অক্ষম, ‘এ নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াই নেই। প্রতিক্রিয়া দেব কীভাবে! আর নতুন করে অধিনায়কত্ব পাওয়াটা কেমন হবে, কী পরিকল্পনা করব, এসব নিয়ে এখনো কিছুই ভাবিনি। আসলেই অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু ভাবিনি।’

গল্পের ছলে অল্প কিছু লেখার রসদ জোগাড়ের দু-দুটি সুযোগ হাত ফসকে গেল। বাকি থাকে কেবল আইপিএল প্রসঙ্গ, সাকিবের কাছে যেটা এই মুহূর্তে জীবন্ত বর্তমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ষষ্ঠ মৌসুম খেলছেন। তবে এবারই ডাগআউটে বেশি সময় কাটছে। গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে শেষ বলে ব্যাট করতে নেমে ১ রানে অপরাজিত ছিলেন। তিন ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য।

মাঠের বাইরে থেকে আইপিএলটা কেমন লাগল? উত্তর শুনে মনে হলো তিনি বিরাট এক দার্শনিক। কিন্তু শেষ দিকে বুঝিয়ে দিলেন, ওটাও আসলে একটা ‘টার্ন’, শুধু ফ্লাইটটা একটু বেশি দিয়েছিলেন। শুরুতে বললেন, ‘মাঠের বাইরে থাকলে একজন মানুষ খেলাটা কীভাবে দেখে, সেটা নির্ভর করে সে কোন নজরে দেখছে তার ওপর। দর্শকের দৃষ্টিতে দেখলে এক রকম, কোচের দৃষ্টিতে দেখলে এক রকম, খেলোয়াড়ের চোখে দেখলে এক রকম আর বসে থাকা খেলোয়াড়ের দৃষ্টিতে দেখলে আরেক রকম। একেকজনের অভিজ্ঞতা একেক রকম।’

এরপরই দিলেন সেই বিশাল টার্ন, ‘…আমারও নিশ্চয়ই একটা অভিজ্ঞতা হয়েছে। তবে সেটা বলব না। আমার অভিজ্ঞতা আমার ভেতরই থাক। অভিজ্ঞতাটা যাদের এখনো হয়নি, তারা এই পরিস্থিতিতে পড়লেই সেটা শিখবে।’

এর মধ্যে হতাশার একটা সুর আছে না? কিন্তু পরের মুহূর্তেই এমনভাবে হেসে উঠলেন, যাতে আর মনেই হলো না আইপিএলে ম্যাচ খেলা হচ্ছে না বলে তাঁর কোনো দুঃখ আছে। উল্টো রসিকতার ছলে এর একটা ভালো দিক বের করতে চাইলেন, ‘এখানে হলিডেতে এসেছি। বিশ্রাম নিচ্ছি…এর চেয়ে মজার কী আছে, বলেন! সময় খুব ভালো কাটছে। ওরাও বলছে, এ বছর তোমার একটু বিশ্রাম দরকার। তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারবে।’

অতি চালাকের গলায় দড়ি। শেষ কথাটা বলে সাকিবও বাঁধা পড়লেন সেই দড়িতে। কলকাতার অলস বিকেল যতই ভাবালু করুক, আইপিএলের অনাকাঙ্ক্ষিত বিশ্রাম যতই ছড়াক গোপন দহন, দৃষ্টিটা গিয়ে ঠিক পড়ছে দূরের চ্যাম্পিয়নস ট্রফিতে; যেখানে তাঁর জার্সির রং থাকবে লাল-সবুজ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com