সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ভার্চ্যুয়াল কনফারেন্সে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা ও মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের সকল শাখার প্রধানগণ যুক্ত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ