মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামে সতর্ক অবস্থান রয়েছে পুলিশ। বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানান, জাতীয় শোক দিবস ও সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জামায়াত অধ্যুষিত চট্টগ্রাম জেলার সাতকানিয়া, লোহাগাড়ায় ও সীতাকুণ্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলা৭১নিউজ/এসএইচ