সন্ধ্যার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজনের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহর ফেসবুক আইডিরও একই হাল।
বুধবার রাত ১১টার পরও তাদের কারও কারও ফেইসবুক আইডি নিষ্ক্রিয় দেখা গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নামে পেইজ পাওয়া গেলেও আসিফ মাহমুদ নামে আইডি নিষ্ক্রিয় পাওয়া গেছে।
অন্য যাদের আইডি নিষ্ক্রিয় তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনলাইন একটিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ।
আইডি নিষ্ক্রিয় থাকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম একটি গণমাধ্যমকে বলেছেন, ‘খান তালাত মাহমুদ রাফি ও সাইয়েদ আব্দুল্লাহর ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। বাকিরা আমরা সবাই সর্তকতা অবলম্বন করে নিজেরাই ডিএক্টিভ করে রেখেছি। প্রয়োজনীয় কিছু ব্যবস্থার নিতে হবে তারপর আবার আইডি সক্রিয় করব।’
এদিকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ।
এ বিষয়ে একটি দেশীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে যে, সমন্বয়কদের আইডি ডিজেবল করার ঘটনাটি সুনির্দিষ্ট পরিকল্পিত সাইবার হামলার অংশ। আইডি পুনরুদ্ধারে ইতোমধ্যে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে আইসিটি বিভাগ।
গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করা একটি সাইবার নিরাপত্তা দল জানিয়েছে, আওয়ামী লীগের ডিজিটাল থিঙ্ক ট্যাঙ্ক ‘সিআরআই’ এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগীরা তৃতীয় পক্ষের হ্যাকারদের সহায়তায় এসব হামলা চালাচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তৎপর রয়েছেন। হামলাকারীদের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান চলছে বলেও জানান আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাইয়েব আহমেদ।
বাংলা৭১নিউজ/এসএইচ