বাংলা৭১নিউজ, ঢাকা: সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ জন্য পদক্ষেপ নিতে হবে যাতে ডিজিটাল সুযোগ-সুবিধা ব্যবহার করে কেউ অপরাধ সংগঠিত করতে না পারে।
তিনি বলেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে যুক্ত কিছু নিরাপত্তা সমস্যা সৃষ্টি হয়েছে এবং এ জন্য আমাদের সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার করতে হবে… আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনভাবেই আর্থিকখাত এবং গোপনীয় বিষয় ব্যাহত না হয়।’
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সাইবার অপরাধ রোধে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি সরঞ্জাম সংগ্রহ করতে হবে।
আজ সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে দেশের আইসিটি খাতের বৃহত্তম ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বিএএসআইএস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় আইসিটি বিভাগ ‘নন-স্টপ বাংলাদেশ’ থিম নিয়ে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডা, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, বিসিসি সভাপতি মোস্তফা জব্বার, বিসিসি’র নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আইসিটি খাতে নারীর উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়ন একটি অডিওভিজুয়াল উপস্থাপনায় তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী পরে আইসিটি বিষয় নারীদের প্রশিক্ষণ সুবিধার জন্য ডিজিটাল সুবিধা সম্বলিত ৬টি ‘স্মার্ট বাস’ উদ্বোধন করেন।
বাংলা৭১নিউজ/এস