জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিপজ্জনক ধারা থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।
নেতৃবৃন্দ বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিইউজের পক্ষ থেকে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরামর্শগুলো সংশোধনী এনে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার কথা থাকলেও সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে তার প্রতিফলন দেখা যায়নি।
তারা বলেন, অংশীজনদের পরামর্শ উপেক্ষা করে সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। এ ধরনের নিবর্তনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি।
ডিইউজে নেতারা আরও বলেন, অংশীজনদের পরামর্শ উপেক্ষা করে সাইবার নিরাপত্তা আইন পাস হওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা এবং বৃদ্ধিবৃত্তিক চর্চার অবাধ ক্ষেত্র। সাইবার নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় সাংবাদিকতা চর্চার ক্ষেত্র সঙ্কুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে এসব বিপজ্জনক ধারা সংশোধনের দাবি জানান তারা।
বাংলা৭১নিউজ/এসএইচ