সাইনেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলী আজিম খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।
তিনি আজ সোমবার ভারতের দিল্লীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্যক্তি জীবনে অত্যন্ত উদার ও সমাজমনস্ক মানুষ ছিলেন। একজন সফল ব্যবসায়ী ছিলেন। পরপর তিনবার তিনি সিআইপি নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
উল্লেখ্য, শিল্পপতি আলী আজিম খান এর বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলায়।
বাংলা৭১নিউজ/এএম