বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও পাবনার অনলাইন পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক সুর্বনা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে মাদারীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন করে।
সেখানে হত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক মো: শাহজাহান খান (ইত্তেফাক) গোলাম মাওলা আকন্দ(যুগান্তর)জাহাঙ্গীর কবীর (জনতা) আবুল হাসান (আলোকিত বাংলাদেশ) সুবল বিশ^াস (জনকন্ঠ) জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস