শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৯তম অন্তর্ধান দিবস আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাকে তার চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এর পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি ছিলেন একাত্তরের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার।
শহীদ সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ১৯৭১ সালে অবরুদ্ধ এ দেশে তিনি সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে গেছেন। সে সময় তার লেখা ‘ঠগ বাছিতে গাঁ উজাড়’, ‘অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায়’ ধরনের উপসম্পাদকীয় এবং ‘এতদিনে’ শিরোনামে সম্পাদকীয় মুক্তিযুদ্ধের সপক্ষে তার দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়।
১৯৫২ সালে দৈনিক আজাদের বার্তা সম্পাদক থাকাকালে ভাষা আন্দোলনেও অবদান রাখেন তিনি। সিরাজুদ্দীন হোসেন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট অ্যাওয়ার্ডের (আইপিআই) মনোনয়ন লাভ করেন।
বাংলা৭১নিউজ/এসএম