বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য ও নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস আর নেই।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্র্যাব সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মির্জা মেহেদী তমাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাতেই সাগর বিশ্বাসের মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী এ সদস্যের মৃত্যুতে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক বিবৃতিতে ডিআরইউ নেতারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাগর বিশ্বাসের অকালপ্রয়াণে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা তার আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএন