বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা, জাতীয় প্রেস ক্লাবের সদস্য, বিশিষ্ট সাংবাদিক ম.কামাল আজ বুধবার ভোর ৬.১৫ মিনিট এ মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহী—রাজীউন)। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
ম. কামাল দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। ভোর ৬.১৫মি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/বিকে